Tuesday, May 11, 2010

PTC থেকে কি সত্যিই আয় করা সম্ভব (Is it possible to earn money from PTC)?

এমন লোক খুব কমই আছে যারা ইন্টারনেটে আয়ের চেষ্টা করেছে কিন্তু PTCর কথা জানে না | ইন্টারনেট থেকে আয়ের অসংখ্য উপায় আছে , তবে তা শুধুমাত্র যারা প্রোগ্রমিং, ওয়েব ডিজাইন কিংবা অন্য কোনো ক্ষেত্রে যথেষ্ট দক্ষ তাদের জন্য | যারা এ ধরনের কোনো বিশেষ কাজ জানেন না তাদের জন্য আয়ের সবচেয়ে সহজ উপায় হলো PTC ; PTC থেকে ইনকামের জন্য শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে জানলেই হবে | আপনি অন্য যেকোনো কাজের পাশাপাশি অল্প কিছু সময় ব্যয় করলেই PTC থেকে আয করতে পারবেন নিশ্চিত | PTC থেকে আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ভালো PTC সাইটের সন্ধান পাওয়া ; এমন PTC সাইটের সাথে কাজ করা যেগুলু সত্যিই আপনাকে পে করবে | আর একটি সমস্যা হলো টাকা ওঠাণু ; কারণ অধিকাংশ ওয়াবসাইটেই টাকা ওঠাতে হলে আপনাকে PayPal একাউন্ট থাকতে হবে | কিন্ত এখন পর্যন্ত PayPal বাংলাদেশে তাদের মেম্বারশিপ দেয়া শুরু করেনি ; তাই শুধুমাত্র PayPal দিয়ে টাকা দেয় এ ধরনের সাইটের মেম্বার না হওয়াটাই ভালো | এক্ষেত্রে আপনি Alertpay দিয়ে পে করে এমন সাইটের মেম্বার হবেন | এছাড়া Moneybooker দিয়ে পে করে এমন সাইটের মেম্বার হতে পারেন | বাংলাদেশ থেকে টাকা পাওয়ার জন্য এই সাইট দুটুই সবচেয়ে নিরাপদ | সম্প্রতি আর একটি সাইট পেয়েছি যেটি খুব ভালোভাবেই PayPalএর বিকল্প হিসেবে কাজ করতে পারে বাংলাদেশ থেকে টাকা উঠাতে | এর নাম হল RoutePay ; অনলাইনে নিরাপদে লেনদেন করতে এ সাইটের মেম্বার হতে পারেন |
Moneybooker এ একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন |
Alertpay তে একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন | 
RoutePay তে একাউন্ট খুলতে ক্লিক করুন |


এবার আপনি PTC থেকে টাকা আয়ের জন্য তৈরি | এবার আপনি  PTC থেকে আয়ের জন্য যেসব সাইটের মেম্বার হতে পারেন সে ব্যাপারে আমরা  পর্যায়ক্রমে আলোচনা করবো |
Living Organized: Proven Steps for a Clutter-Free and Beautiful Home



1 comment:

  1. you can use: payza
    https://secure.payza.com/?OTGxfrmsgSiG1cvEQEOCtfVImqwB4hLS8FLq1KYrscM%3d

    ReplyDelete