এমন লোক খুব কমই আছে যারা ইন্টারনেটে আয়ের চেষ্টা করেছে কিন্তু PTC
র কথা জানে না |
ইন্টারনেট থেকে আয়ের অসংখ্য উপায় আছে ,
তবে তা শুধুমাত্র যারা প্রোগ্রমিং,
ওয়েব ডিজাইন কিংবা অন্য কোনো ক্ষেত্রে যথেষ্ট দক্ষ তাদের জন্য |
যারা এ ধরনের কোনো বিশেষ কাজ জানেন না তাদের জন্য আয়ের সবচেয়ে সহজ উপায় হলো PTC ; PTC
থেকে ইনকামের জন্য শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে জানলেই হবে | আপনি অন্য যেকোনো কাজের পাশাপাশি অল্প কিছু সময় ব্যয় করলেই PTC থেকে আয করতে পারবেন নিশ্চিত | PTC থেকে আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ভালো PTC সাইটের সন্ধান পাওয়া ; এমন PTC সাইটের সাথে কাজ করা যেগুলু সত্যিই আপনাকে পে করবে | আর একটি সমস্যা হলো টাকা ওঠাণু ; কারণ অধিকাংশ ওয়াবসাইটেই টাকা ওঠাতে হলে আপনাকে PayPal একাউন্ট থাকতে হবে | কিন্ত এখন পর্যন্ত PayPal বাংলাদেশে তাদের মেম্বারশিপ দেয়া শুরু করেনি ; তাই শুধুমাত্র PayPal দিয়ে টাকা দেয় এ ধরনের সাইটের মেম্বার না হওয়াটাই ভালো | এক্ষেত্রে আপনি
Alertpay দিয়ে পে করে এমন সাইটের মেম্বার হবেন | এছাড়া
Moneybooker দিয়ে পে করে এমন সাইটের মেম্বার হতে পারেন | বাংলাদেশ থেকে টাকা পাওয়ার জন্য এই সাইট দুটুই সবচেয়ে নিরাপদ | সম্প্রতি আর একটি সাইট পেয়েছি যেটি খুব ভালোভাবেই PayPalএর বিকল্প হিসেবে কাজ করতে পারে বাংলাদেশ থেকে টাকা উঠাতে | এর নাম হল
RoutePay ; অনলাইনে নিরাপদে লেনদেন করতে এ সাইটের মেম্বার হতে পারেন |
you can use: payza
ReplyDeletehttps://secure.payza.com/?OTGxfrmsgSiG1cvEQEOCtfVImqwB4hLS8FLq1KYrscM%3d